সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / যুক্তরাজ্যে আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: নিষিদ্ধ সংগঠন ‘আল মুহাজিরুন’-এর নেতা হিসেবে দোষী সাব্যস্ত করে বিতর্কিত ইসলামি বক্তা আনজেম চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। গত মঙ্গলবার এই রায় দেওয়া হয়।

বিতর্কিত এই ব্যক্তি ‘আল মুহাজিরুন’ সংগঠনের ‘তত্ত্বাবধায়ক’ ছিলেন বলে জানিয়েছে আদালত। ২০১০ সালে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ সরকার। এই গোষ্ঠীর কয়েক সদস্য ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যা এবং ২০১৭ ও ২০১৯ সালে লন্ডন ব্রিজে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

বিচারক মার্ক ওয়াল উলউইচ ক্রাউন কোর্টে চৌধুরীকে বলেন, ‘‘আপনার সংগঠনের মতো সংগঠনগুলো আদর্শিক কারণের প্রতি সমর্থনে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে। এগুলোর অস্তিত্ব এগুলোর একক সদস্যদেরকে এমন কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করছে যা তারা হয়ত এরকম না হলে করতেন না। সেগুলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে যারা অন্যথায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন।‘

চৌধুরীর যাবজ্জীবন সাজার অধীনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ ২৮ বছর। ৮৫ বছর বয়স না হওয়া অবধি তিনি মুক্তি পাবেন না।

বিচারক জানিয়েছেন যে, তাকে এত দীর্ঘমেয়াদে সাজা দেয়ার কারণ হচ্ছে তিনি ‘তরুণদেরকে মৌলবাদী কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করেছেন।

Check Also

কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: মাত্র এক সপ্তাহ আগেও পর্যটকে লোকারণ্য ছিল পেহেলগাম শহরসহ পুরো কাশ্মীর। ‘মিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us