সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / রেমিট্যান্সের প্রভাবে কমলো রিজার্ভ

রেমিট্যান্সের প্রভাবে কমলো রিজার্ভ

শেরপুর নিউজ ডেস্ক: দেশজুড়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমে গেছে। যার প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে। ফলে গত এক মাসে অর্থনীতির অন্যতম সূচকটি কমেছে ১৩০ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় হিসাব করলে এর অংক দাঁড়াবে ১৫ হাজার ৩০০ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসের রিজার্ভের এ তথ্য প্রকাশ করেছে। এর আগে প্রতি সপ্তাহের রিজার্ভের তথ্য প্রকাশ করলেও এবার এক মাস পর তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩১ জুলাই দেশের বৈদেশিক মুদ্রার গ্রোস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ কোটি মার্কিন ডলার (২৫ দশমিক ৯২ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৪৮ কোটি ৮২ লাখ ডলার (২০ দশমিক ৪৯ বিলিয়ন)।

আগের মাস জুনে মোট রিজার্ভ ছিল ২ হাজার ৬৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার (২৬ দশমিক ৮১ বিলিয়ন) আর বিপিএম–৬ ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ১৭৮ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে মোট রিজার্ভ কমেছে ৮৯ কোটি ৩৮ লাখ ডলার এবং বিপিএম–৬ কমেছে ১৩০ কোটি ডলার।

Check Also

দেশের অর্থনৈতিক সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us