সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সরকারের বিরুদ্ধে দেশ আজ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

সরকারের বিরুদ্ধে দেশ আজ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দমননিপীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। শুক্রবার (২ আগষ্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম, নৃশংস হত্যা চালিয়ে সরকার ধিকৃত, ঘৃণিত হলেও জাতিসংঘসহ কারও কথায় কর্ণপাত না করে হত্যা, নির্যাতন অব্যাহত রেখেছে। কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রামসহ সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দিচ্ছে।’

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণসহ বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ জনসাধারণের গণমিছিল প্রমাণ করে, সরকারের বিরুদ্ধে আজ সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’

বিবৃতিতে পেশাজীবী সংগঠন ‘মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর (এম-ট্যাব) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও কারাগারে প্রেরণের কথা উল্লেখ করে নিন্দা জানান মির্জা ফখরুল। এ ছাড়া তিনি আটক নেতাকর্মী, ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

Check Also

অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =

Contact Us