Home / খেলাধুলা / চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট ৮০০ কোটি

চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট ৮০০ কোটি

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানে হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট আয়োজনের জন্য পাকিস্তানকে ৭ কোটি ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা দিচ্ছে আইসিসি।

দেশটির গণমাধ্যমের তথ্য বলছে, আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভা শেষে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। তবে বাজেটে রাখা হয়েছে বাড়তি ৪৫ লাখ ডলার। এই অর্থ মূলত ভারতীয় দলের পাকিস্তান সফরের সম্ভাব্যতা মাথায় রেখেই রাখা হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে দেশটির সঙ্গে রাজনৈতিক সমস্যায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের সফর নিয়ে আছে অনিশ্চিয়তা। ভারত সরকারের অনুমতি না মিললে ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। এতে খরচের কথা মাথায় রেখেই বাড়তি ৪৫ লাখ ডলার রেখেছে আইসিসি। তবে পিসিবি আশাবাদী শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই খেলতে যাবে ভারত। অবশ্য সবকিছু এখনও অপেক্ষমান।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seven =

Contact Us