শেরপুর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে এলাকাটি। অন্যদিকে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই এখানে পুলিশের উপস্থিতি রয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের মাঝে বিস্কুট ও বিশুদ্ধ পানি পাঠানো হয়। কয়েকজন পুলিশ প্রথমে নিতে অস্বীকৃতি জানালেও পরে শিক্ষার্থীদের পানি ও বিস্কুট তারা গ্রহণ করেন।
আন্দোলনকারী বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট পাঠিয়েছি। তারা (পুলিশ) গ্রহণ করেছেন আমরা তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানাই আমরা।
এসময় তারা স্লোগান দিতে থাকেন ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’ ‘আমার ভাই শহীদ কেনো, আমার ভাই কবরে’ ইত্যাদি। দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।