Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

বগুড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

শেরপুর নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের (৩ আগস্ট) কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়া সাতমাথা ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বগুড়া সার্কিট হাউজে ভাঙচুর করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জলেশ্বরীতলা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটছে।

এর আগে ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরের পর থেকেই বগুড়াতে বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপর মিছিল নিয়ে সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসে এখানে। শিক্ষার্থীদের সাথে সাতমাথায় সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। শহরের জলেশ্বরীতলার দিকে থেকে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও মিছিলে আসতে দেখা গেছে। শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে সাতমাথায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের এই প্রাণকেন্দ্রে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সাতমাথামুখি সকল যানবাহন চলাচল আটকে দেয়।

Check Also

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হবিবর রহমান মন্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =

Contact Us