সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিক্ষোভকারীরা মন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই তৃষা দাস সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

মন্ত্রীর চাচাতো ভাই মেজবাউদ্দিন নোবেল বলেন, ‘২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরো গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাঁচ, ফুলের বাগান তছনছ করে। এসময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।’

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + four =

Contact Us