শেরপুর নিউজ ডেস্ক: আন্দোলনকারীদের পড়ালেখায় ফিরে যেতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।
শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনকারীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। আমার মনে হয় এখন সময় আসছে, যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তাই আন্দোলন থেকে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে চলে যাবেন। এটা আমরা আশা করবো।’
তিনি বলেন, ‘আন্দোলনটা যে জায়গায় গিয়েছে আমরা মনে করি এটা কোনোদিন তাদের কাম্য ছিল না। এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সব সময়…. বিএনপি এবং জামায়াতে ইসলামী সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশে কীভাবে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য শুরু থেকেই তারা চেষ্টা করছিল। আজ তাদের ইসের মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি। এজন্য তাদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যায়।’
‘এরপরও যদি তাদের কিছু বলার থাকে, প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে। সেটা তিনি ঘোষণা দিয়েছেন, তাদের কিছু বলার থাকলে বলতে পারেন।’
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ১৩৪ পরীক্ষার্থী জামিন পেয়েছে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা, গাজীপুর, নারায়াণগঞ্জ ও নরসিংদীতে রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।