Home / বিদেশের খবর / ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫৮

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫৮

শেরপুর নিউজ ডেস্ক : ব্রাজিলের সাও পাওলো রাজ্যে গতকাল শুক্রবার ৫৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে আরোহীদের সবাই নিহত হয়েছে।

ফ্রান্সের নির্মিত এটিআর ৭২-৫০০ বিমানটি দক্ষিণ পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ায় সম্প্রচারিত ভিডিও চিত্রে একটি বড় বিমানকে উচ্চগতিতে মুখ থুবড়ে পড়তে দেখা যায়।

অন্য কিছু ছবিতে দেখা যায়, দৃশ্যত একটি আবাসিক এলাকার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার একটি বড় কুণ্ডলী উঠছে।
ভ্যালিনহোসের পৌর কর্তৃপক্ষ বলেছে, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। ওই কর্তৃপক্ষের কর্মীরা কাছাকাছি অবস্থিত ভিনহেদোতে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। এএফপিকে পাঠানো একটি ই-মেইলে তারা এ কথা বলেছে।

Check Also

বন্ধ হচ্ছে জন্মসুত্রে মার্কিন নাগরিকত্ব

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় দেশটির লাখ লাখ অভিবাসী দম্পতিদের উদ্বেগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

Contact Us