সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে সিজেএ’র চিঠি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে সিজেএ’র চিঠি

শেরপুর নিউজ ডেস্ক : সব সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) জোরালো আহ্বান জানিয়েছে।

শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লিখিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

ড. ইউনূসের কাছে লিখিত ওই চিঠিতে বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতিতে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, তাদের ও দেশের গণমাধ্যমগুলোর অফিসে কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আপনার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। সম্প্রতি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় মারাত্মকভাবে হামলার শিকার হয়েছেন এবং তাদেরকে ভয়ভীতিও দেখানো হয়। একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, যা আাইন দ্বারা সহিংস কর্মকাণ্ড ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।

Check Also

নববর্ষ উপলক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র শুভেচ্ছা

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us