শেরপুর নিউজ ডেস্ক : সব সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) জোরালো আহ্বান জানিয়েছে।
শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লিখিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
ড. ইউনূসের কাছে লিখিত ওই চিঠিতে বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতিতে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, তাদের ও দেশের গণমাধ্যমগুলোর অফিসে কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আপনার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। সম্প্রতি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় মারাত্মকভাবে হামলার শিকার হয়েছেন এবং তাদেরকে ভয়ভীতিও দেখানো হয়। একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, যা আাইন দ্বারা সহিংস কর্মকাণ্ড ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।