সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি থানায় জমা দেওয়ার নির্দেশ

লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি থানায় জমা দেওয়ার নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক : লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি কারও কাছে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১১ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন। তারা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’

 

 

Check Also

দুই ছেলের মারধরে মারা গেলেন বাবা

  শেরপুর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =

Contact Us