শেরপুর নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাজার থেকে উধাও হয়ে গেছে সিন্ডিকেট। কৃষক জমিতে পাচ্ছে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য। হাটে ধাপে ধাপে কমিশন খাওয়া দালাল চক্রও নেই। ফলাফলে কেজিপ্রতি ১০-২০ টাকা করে কমেছে সব সবজির দাম।
এদিকে ছাত্ররা বিভিন্ন খুচরা বাজরে তদারকি শুরু করায় সেখানেও এর সুফল মিলেছে। ভোক্তার কাজে আগেও চাইতে কম দামে যাচ্ছে বিভিন্ন পণ্য। সোমবার (১২ আগষ্ট) বগুড়া বিভিন্ন এলাকায় ক্ষেতের কৃষক, সবজি হাট ও পাইকারি মোকামে খোঁজ নিয়ে মিলেছে এ তথ্য।