সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / প্যারিস অলিম্পিকে সেরা যুক্তরাষ্ট্র

প্যারিস অলিম্পিকে সেরা যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক : জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দু’সপ্তাহের বেশি সময় ধরে পুরো বিশ্বকে আকৃষ্ট করে রেখেছিল ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় চীন, তিন নম্বরে জাপান ও চারে অস্ট্রেলিয়া ও পাঁচ নম্বরে আয়োজক দেশ ফ্রান্স।

এছাড়া জার্মানি আছে ১০ নম্বর স্থানে। একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ৭১তম স্থানে আছে ভারত। একটি সোনা পেয়ে পাকিস্তান আছে ৬২তম স্থানে। কোনো পদক পায়নি বাংলাদেশ।

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তার ফলে তাদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪০। চীনও ৪০টি সোনা জিতেছে। দুই দেশ সমানসংখ্যক সোনা জিতলেও যুক্তরাষ্ট্র ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে। মোট ১২৬টি পদক জিতেছে মার্কিনিরা। চীন সেখানে ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ। মোটা ৯১টি পদক নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা।

 

Check Also

দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। তবুও এখনো দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =

Contact Us