শেরপুর নিউজ ডেস্ক: সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল
বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে–বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে ছাত্র-জনতার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার করা হবে।