শেরপুর নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যাওয়া দেশের সব থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৬৩৯টি থানার সব কয়টিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পরে ঢাকাসহ সারাদেশের অধিকাংশ থানায় হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা।