সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিপিএলে দল কিনলেন শাকিব খান

বিপিএলে দল কিনলেন শাকিব খান

শেরপুর নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক হচ্ছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। রূপালী পর্দার জগত থেকে এবার ক্রিকেটাঙ্গনে নাম লেখালেন তিনি।

শাকিবের কোম্পানির তরফে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র। তারা জানিয়েছে, ইতোমধ্যে সাইনিং মানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। কোম্পানিটির পরিচালক ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব। এবার দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার সুপারস্টার।

বিপিএলে বেশ কয়েকবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এবারো ব্যতিক্রম ঘটলো না। তবে সামনের আসরে বিপিএল টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

দেশের বর্তমান রজনৈতিক বিভিন্ন পরিবর্তনের হাওয়া ক্রীড়াঙ্গনেও লেগেছে। ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছে।

Check Also

পরের আইপিএলেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি!

শেরপুর নিউজ ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us