শেরপুর নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। ৩ মাস ২৭ দিন পর এই দানবাক্সগুলো খোলা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল আটটার দিকে মসজিদ আঙ্গিনায় রক্ষিত ৯টি লোহার দানবাক্স খোলা হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং স্থানীয় সেনা ক্যাম্পের উর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমে নিচতলায় রক্ষিত লোহার সিন্দুকগুলো খোলার পর প্রাপ্ত টাকা ২৮টি বস্তায় ভর্তি করা হয় এবং পরে দোতালায় নিয়ে বাছাই ও গণনার জন্য বস্তাগুলো খুলে সব টাকা মেঝেতে ঢালা হয়।
পাগলা মসজিদের প্রশাসনিব কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভুঁইয়া জানান, ইতিমধ্যে শুরু হয়েছে টাকা বাছাই ও গণনার কাজ। এই কাজে অংশ নিচ্ছেন মসজিদ কমিটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রূপালী ব্যাংকের স্টাফ ও মসজিদ সংলগ্ন নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা।