শেরপুর নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪ এর চূড়ান্ত পর্ব। দেশটির রাস আল খাইমায় আরব সাগরের তীরে এই আয়োজনের পর্দা নামবে আগামীকাল (১৮ আগস্ট)। বিশ্বের ৫০টি দেশের ১০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করছে। এবারের আসরের চূড়ান্ত পর্বে রয়েছেন বাংলাদেশের মেয়ে নাসরিন সুলতানা কুইন।
পাবলিক ভোটের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ভোটের দিক থেকে গতকাল সকালে বাংলাদেশি নাসরিনের অবস্থান এখন প্রথম স্থানে রয়েছে। ভোটাররা ১০ দিরহাম খরচ করে ভোট দিতে পারছেন। একজন সর্বোচ্চ দশটি ভোট দেওয়ার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যে অবস্থানকারী ভোটাররা আশাবাদী চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি এই প্রতিযোগী বিজয় ছিনিয়ে আনবেন।
নাসরিন জানান, গতকাল প্রতিযোগিতার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ মূল পর্বে সুন্দরীদের মেধা, উপস্থাপনা, পোশাক, বাহ্যিক সৌন্দর্য ও এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশ্লেষণ থাকবে। এরপর রোববার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য গত ছয় মাস থেকে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব।