সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন তথ্য উপদেষ্টা

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক : স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে।

স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।’

এসময় জুলাই গণহত্যার প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Check Also

নববর্ষ উপলক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র শুভেচ্ছা

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us