সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সিএমএইচ

আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সিএমএইচ

শেরপুর নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক ছাত্র আহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তাদের সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এবার সেনাবাহিনীও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচ, ঢাকা এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে – ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।সুত্র:দৈনিক ইত্তেফাক

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Contact Us