সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / মুখ চেপে ধরে ভাইরাল পুলিশ পরিদর্শক আরশাদ বরখাস্ত

মুখ চেপে ধরে ভাইরাল পুলিশ পরিদর্শক আরশাদ বরখাস্ত

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। অবৈধ বল প্রয়োগ ও অপেশাদার আচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন।

সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এমন অপেশাদার আচরণের ফলে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টি সহ। একইসঙ্গে এ ঘটনার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে মো. আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলে আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যেতে শুরু করেন। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস।

Check Also

নীলফামারীতে পিতা হত্যা অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: নীলফামারীতে নিজ সন্তানের দ্বারা পিতা হত্যার ঘটনায় জেলার ডোমার থানায় চাঞ্চল্যকর হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Contact Us