সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

 

শেরপুরে নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে আসছিলেন কমলা হ্যারিস। এবার আরও একটি জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা হ্যারিস। সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস। তবে অন্যান্য জরিপের মতো এবারও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস।

জরিপ অনুসারে, ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস অন্তত চার পয়েন্ট এগিয়ে আছেন। কমলা পেয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ। এর আগে একাধিক জরিপে কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প মাত্র এক বা দুই পয়েন্ট পিছিয়ে ছিলেন। এই প্রথম কমলা ও ট্রাম্পের মধ্যে ব্যবধান অনেকটাই স্পষ্ট হয়ে উঠল। এই জরিপে অন্য প্রার্থীদের মধ্যে রবার্ট এফ কেনেডিও কিছু ভোট পেয়েছেন। তবে তা খুবই সামান্য। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসস পরিচালিত আরেক জরিপে দেখা গিয়েছিল, কমলার প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এখানেও কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে ছিলেন। অন্যদিকে, ১৫ ও ১৬ জুলাই রয়টার্স বা ইপসসের এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি ৪৪ শতাংশ ভোটার জনসমর্থন জানিয়েছিলেন। তার আগে ১ ও ২ জুলাইয়ের জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র ১ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন।

Check Also

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে!

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

Contact Us