শেরপুর ডেস্ক:
ছোট পর্দায় বরাবরই দাপট দেখিয়েছেন জেনিফার উইংগেট। এবার ওটিটিতেও স্বমহিমায় তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসার কথা।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ‘রায়সিংঘানি ভার্সেস রায়সিংঘানি’ সিরিজে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন জেনিফার উইংগেট। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘আনুশকা রায়সিংঘানি’।
এই সিরিজে আইনজীবীর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে জেনিফার বলেছেন, ‘প্রতিবারই নতুন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন অনেক কিছু শেখার সুযোগ পাই। প্রতিবারই আমি নতুন এক মানুষ হয়ে উঠি। আনুশকা চরিত্রের মাধ্যমে আমি শিখেছি কখনোই উদারতাকে দুর্বলতা বলা যায় না।
এই চরিত্রটি খুবই আত্মবিশ্বাসী, এটিই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। এ ছাড়া সে এক সমতা বজায় রেখে চলতে জানে। আইনজীবীর পোশাকে আমাকে খুব মানিয়েছিল বলে অনেকে বলেছেন।’
অভিনেত্রী হিসেবে নিজেকে অনেকটাই পরিপূর্ণ মনে করেন জেনিফার। তাঁর ভাষ্যে, ‘অভিনয়কে পেশা হিসেবে না নিলে আমার জীবনই অসম্পূর্ণ হতো। অভিনয়ের প্রতি আমার গভীর ভালোবাসা আছে। অভিনয়ই আমার আবেগ, আমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ। আমি চাই প্রযোজনা ও পরিচালনাসংক্রান্ত নানা কিছু শিখতে।
তবে প্রযোজনা ও পরিচালনার জন্য আমি এখনো প্রস্তুত নই। এখন আমার হৃদয়জুড়ে শুধুই অভিনয়। অভিনয়ের মাধ্যমে নানা চরিত্র অন্বেষণ করতে চাই।’
তবে জেনিফার এখন নতুন কোনো কাজ করছেন না। কারণ, তিনি সাময়িক বিরতি নিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি বিরতি নিয়েছি। আমি সব সময় আমার দুটো প্রকল্পের মাঝে একটু বিরতি নিই। এতে করে নতুন প্রকল্পে নতুন উদ্যম নিয়ে ফিরে আসা যায়। অভিনয়ই আমাকে এই স্বাধীনতা দিয়েছে।’
কম বয়সে অভিনয়জগতে পা রেখেছিলেন জেনিফার। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে অভিনয়ের জন্য পাগল ছিলাম। স্কুলে থাকতে মঞ্চে অভিনয় করিনি। তবে কৈশোরে একটা ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। আর তখনই বুঝেছিলাম অভিনয়ই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। তাই অভিনয়কে আমি আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিই। অভিনয়ের প্রতি আমার এই আবেগ আর ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে। সব সময় চেষ্টা করি নিজের অভিনয়ক্ষমতার আরও উন্নতি করতে।’