শেরপুর নিউজ ডেস্ক: আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সরে গেল এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজিত হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। খবর ক্রিকবাজের।
ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল বোর্ড সভায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির বেশিরভাগ বোর্ড সদস্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে মত দেন।
বিশ্বকাপের ভেন্যু হিসেবে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নিয়েছে বলেও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকবাজ। ভেন্যু পরিবর্তন হলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্বাগতিক হিসেবে থাকবে বাংলাদেশ।