সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় বিভিন্ন দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বগুড়ায় বিভিন্ন দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। বুধবার (২১ আগষ্ট) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়৷

বিক্ষোভ সমাবেশে নার্সিং সেক্টরকে নার্সিং শিক্ষা, নার্সিং সেবা ও নার্সিং প্রশাসন তিনটি স্বতন্ত্র বিভাগে পৃথকীকরণ ও তার সংস্কার, নার্সিং পেশাকে বৈষম্যমুক্ত এবং যুগোপযোগীসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ সময় তারা বৈষম্য নয় সমতা চাই, নার্সিংয়ে সঠিক স্বীকৃতি চাই, স্বাধীন এই বাংলায় ভূয়া নার্স ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, নার্সকে নার্স বলুন, নিজেকে স্মার্ট করুন, আমি কে তুমি কে নার্স নার্সসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এছাড়া বিভিন্ন ধরণের প্লেকার্ড প্রদর্শন করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য দেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী সিফাত হোসেন, হাফিজুর রহমান, মাহিদ হাসান, হুমায়ন কবির, আরিফুল ইসলাম ও শাম্মি খাতুন।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + one =

Contact Us