সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় জার্মানি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় জার্মানি

 

শেরপুর নিউজ ডেস্ক:

ফিলিস্তিন স্বাধীন না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শোলৎজ এই অভিমত ব্যক্ত করেছেন।

সোমবার (১৯ আগস্ট) জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনের টাউন হলে আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে ওলাফ এসব কথা বলেন।

তিনি বলেছেন, জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান। শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের পাশাপাশি সেই রাষ্ট্রকে চলতে দেওয়ার মধ্যেই মুক্তির উপায় নিহিত রয়েছে। ফিলিস্তিনি জাতি যদি স্বাধীনতার আশা হারিয়ে ফেলে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে।

ওলাফ আরও বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে এটাই ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং জার্মানির অবস্থান। যে যত সমালোচনাই করুক, জার্মানি এই অবস্থানে অনড় থাকবে।

এর আগে গত মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির পক্ষে অবস্থান নিয়ে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের বসতি খালি করার নির্দেশ দেন। আইসিজে রায় দেওয়ার পর এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে ইসরায়েলের দখলদারী নীতিকে সমর্থন করবে না জার্মানি।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার বলেন, জার্মানি ইসরায়েলকে সমর্থন করে, কারণ বার্লিন মনে করে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সমর্থন করা জার্মানির ঐতিহাসিক দায়িত্ব। তার মানে কিন্তু এই নয় যে, জার্মানি ইসরায়েলের দখলদারী নীতিকেও সমর্থন করবে।

Check Also

গাজায় যুদ্ধ নিয়ে যা বললেন কমলা হ্যারিস

  শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে চলতে থাকা গাজার যুদ্ধ নিয়ে চলছে নানা আলোচনা। সারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =

Contact Us