শেরপুর নিউজ ডেস্ক:
জরুরি কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার (২১ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতীয় পানি আগ্রাসনে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্লাবিত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাসমূহে বানভাসি মানুষের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত জরুরি কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত জরুরি কর্মসূচি হলো দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম, শুকনো খাবার বিতরণ, পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় পোশাক বিতরণ।
এ ছাড়া শিব্বির আহমাদকে প্রধান সমন্বয়ক করে দুর্যোগ সহায়তা টিম গঠন করেছে সংগঠনটি। এ টিমের বাকি সদস্যরা হলেন শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, মুহাম্মাদ হাবিবুর রহমান, মুহাম্মাদ ইবরাহীম খলিল, মুহাম্মাদ আশিকুল ইসলাম, রশীদ আহমাদ রায়হান, ইকবাল হোসাইন (নোয়াখালী উত্তর), হাবিবুর রহমান (নোয়াখালী দক্ষিণ), এইচ এম নুরুজ্জামান (ফেনী), রেদওয়ান হোসাইন (লক্ষ্মীপুর), রবিউল ইসলাম (কুমিল্লা মহানগর), হুসাইন আহমাদ, (কুমিল্লা উত্তর), শাহাদাত হোসাইন (কুমিল্লা দক্ষিণ), মুহাম্মাদ ইউনুছ (কুমিল্লা পশ্চিম), ইকবাল মাহমুদ (খাগড়াছড়ি), আবু হানিফ নোমান (বি.বাড়িয়া), এনামুল হক সরদার (হবিগঞ্জ) এবং শিব্বির আহমাদ উসমানী (মৌলভীবাজার)।