সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / এগিয়ে যাওয়ার নতুন পথ মার্কিনিদের সামনে

এগিয়ে যাওয়ার নতুন পথ মার্কিনিদের সামনে

শেরপুর নিউজ ডেস্ক: প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কমলা হ্যারিস। মনোনয়ন গ্রহণের ঐতিহাসিক ভাষণে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সব আমেরিকানের ‘এগিয়ে যাওয়ার নতুন পথ’ তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন। বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে তিনি গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন।

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন। ঐতিহাসিক এই মুহূর্তে সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে কমলা হ্যারিস বলেন, ‘জনগণের পক্ষ থেকে, প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, দল, জাতি, জেন্ডার বা আপনার দাদি যে ভাষায় কথা বলেন– সবকিছু নির্বিশেষে… আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।’
৪৫ মিনিটের ভাষণে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে, হতাশা মুছে এগোনোর সুযোগ এসেছে। কোনো দল বা একক গোষ্ঠী হিসেবে নয়, আমেরিকার মানুষ হিসেবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

আমেরিকানরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন কমলা। তিনি বলেন, ‘আমি আমাদের দেশকে আমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি যেখানেই যাই, যাদের সঙ্গেই আমার দেখা হয়। আমি এমন একটি জাতি দেখতে পাই, যে জাতি এগিয়ে যেতে প্রস্তুত, পরবর্তী পদক্ষেপ ও অবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত। এটাই আমেরিকা।’

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্পের সমালোচনা করেন কমলা। বলেন, নানাভাবেই ট্রাম্প একজন অবিবেচক মানুষ।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি হিসেবে বর্ণনা করেন কমলা। এ প্রসঙ্গে কমলা বলেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তা করতে ব্যর্থ হলে তিনি একটি সশস্ত্র উচ্ছৃঙ্খল জনতাকে ক্যাপিটলে পাঠান, যেখানে তারা আইনপ্রয়োগকারীদের ওপর হামলা চালায়।

Check Also

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে!

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + three =

Contact Us