সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট

সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট

 

শেরপুর নিউজ ডেস্ক:

সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার দেখা দিয়েছে। এতে বহু গাড়ি পুরোপুরি ডুবে গেছে এবং রাস্তার অনেক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে বন্ধ হয়েছে যান চলাচল। শুক্রবার (২৩ আগস্ট) গালফ নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মক্কা, মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে। মক্কার ক্লক টাওয়ারের কাছেও ব্রজপাত হয়েছে।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি অপারেশনস সেন্টার মক্কাতে আরও ভারী বৃষ্টপাতের সকর্তকতা জারি করেছে। আরও ভারী বৃষ্টিপাত হতে পারে- এ নিয়ে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এসব অঞ্চলের মধ্যে রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দেশটির আবহাওয়াবিদরা আরও কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের সতর্কবার্তা দিয়েছেন। এসব অঞ্চলের মধ্যে রয়েছে, নাজরান, জিজান, আসির, আল বাহা।

Check Also

গাজায় যুদ্ধ নিয়ে যা বললেন কমলা হ্যারিস

  শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে চলতে থাকা গাজার যুদ্ধ নিয়ে চলছে নানা আলোচনা। সারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =

Contact Us