“মুন্সী সাইফুল বারী ডাবলু”
বগুড়ার শেরপুরে “সাইফুল বারী কমপ্লেক্স” গত ৫ আগষ্ট সোমবার বিকালে কতিপয় দুর্বৃত্তের হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ।
জানাযায় ঐ দিন সকাল থেকে কয়েক দফা হামলা করার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজনের অনুরোধে হামলাকারীরা ফিরে গেলেও “সাইফুল বারী কমপ্লেক্স” ভবন নিশানা করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। অবশেষে বিকাল পাঁচটার দিকে একদল দুর্বৃত্ত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। দুর্বৃত্তরা ভবনের প্রধান গেট ভেঙ্গে প্রথম তলায় শেরপুর নিউজ ২৪ ডট নেট অনলাইন পত্রিকা কার্যালয়ে ব্যাপকভাবে ভাংচুর করে এবং দ্বিতীয় তলায় অবস্থিত বগুড়া জেলার সরকারি মিডিয়া লিষ্ট ভুক্ত একমাত্র সাপ্তাহিক পত্রিকা “আজকের শেরপুর” এর কার্যালয়ে ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাট করে এবং গুরুত্বপূর্ণ ফাইল পত্র,আসবাবপত্র ও রুমের দরজা ভেঙ্গে ঢাকা রংপুর মহাসড়কের উপর নিয়ে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এরপর দুর্বৃত্তরা তৃতীয় তলায় অবস্থিত পত্রিকা সম্পাদকের বাসায় হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা পাঁচটি ষ্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপালংকার,দুটি কম্পিউটার, তিনটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, পরনের কাপড় চোপড়,পাঁচ শতাধিক মূল্যবান বই, লোটা কম্বল সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা দুটি ফ্রিজ, দুটি এসি, ওয়াশিং মেশিন, ওভেন ,দুটি পানির ট্যাংকি, বাথরুম ফিটিংস,কমোড, প্যান,বেসিন, সিলিং ফ্যান, ষ্ট্যান্ড ফ্যান, ইলেকট্রিক সামগ্রী, সিরামিক ও ম্যালামাইনের তৈজসপত্র,ছাদ বাগানের বিভিন্ন ধরনের দুই শতাধিক মূল্যবান ঔষধি গাছ ও ফুলের গাছ ব্যাপকভাবে ভাংচুর ও লুট করে। অবশেষে দুর্বৃত্তরা বাসায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। একজন প্রত্যক্ষদর্শী জানান আগুন দাউদাউ করে জ্বলে উঠলে দুর্বৃত্তরা সম্পাদকের একমাত্র ছেলে শেরপুর মহিলা অনার্স কলেজের প্রভাষক নাহিদ আল মালেক কে প্রাণনাশের হুমকি দিয়ে উল্লাস করতে করতে চলে যায়। অগ্নিকান্ডের খবর ফায়ার সার্ভিস ষ্টেশনে মোবাইল ফোনে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করেন। এরপর পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও স্থানীয় জনগণ জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।।
ভাগ্যের কি নির্মম পরিহাস তিলে তিলে গড়ে তোলা আমার পঞ্চাশ বছরের অর্জন নিমিষের মধ্যেই প্রায় সবকিছু শেষ হয়ে যায়। যারা আমার বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছেন তাদের হয়তো সাময়িক ভাবে কিছু লাভ হয়ে থাকতে পারে কিন্তু যারা হামলা ভাংচুর বা অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তাদের কোন লাভ হয়েছে বলে আমার মনে হয় না। তবে এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির জন্য আমি মোটেও হতাশ হইনি। আমার কোন দুঃখবোধ নেই, কারন সবকিছুর মালিক তো মহান আল্লাহ তায়ালা। কি কারণে দুর্বৃত্তরা এই ধ্বংসলীলা চালিয়েছে তা আমার বোধগম্য নয়। কেউ হয়তো কোন ভুল তথ্য দিয়েছেন অথবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারো প্ররোচনায় এমন ধ্বংসলীলা চালানো হয়ে থাকতে পারে। যারা একাজ করেছেন তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কারন এই আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ তায়ালা সবকিছুই দেখেছেন তিনিই এর উত্তম পুরস্কার দান করবেন।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কিভাবে তিন তলা বাড়ি নির্মাণ করেছি (এই শেরপুরে শত শত তিন তলা পাঁচ তলা বাড়ি নির্মিত হয়েছে)? যাদের মনে এমন প্রশ্ন জাগতে পারে তাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমার পুর্বপুরুষ সিরাজগঞ্জের কালিয়ার জমিদার মরহুম মুন্সী নূর উদ্দিন সিদ্দিকীর বংশধর, আমার দাদা মরহুম মুন্সী আব্দুল কুদ্দুস এর পিতা আলহাজ্ব মুন্সী তাহের মাহমুদ সিদ্দিকী (আমার বুড়া বাপ) প্রায় দেড়শত বছর আগে শেরপুরে আগমন করেন। তার ইচ্ছামত শেরপুর উপজেলার ভাটরা গ্রামে একটি বাগান বাড়ি তৈরি করা হয় । আমার পিতা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জনপ্রতিনিধি মরহুম মুন্সী আব্দুল মালেক পাকিস্তান আমলে (৬০ এর দশকে) দুটি ইটের ভাটা কেটে ইট তৈরি করে ভাটরা গ্রামে পাকা বাড়ি নির্মাণ করেছিলেন। ঐ সময় দক্ষিণ শেরপুর এলাকায় হাতে গোনা দু-তিন টি পাকা বাড়ি ছিল। যাদের আদিবাস শেরপুরে তারা অনেকেই জানেন আমার পিতা মরহুম মুন্সী আব্দুল মালেক একজন সম্পদশালী মানুষ ছিলেন। তার অনেক জমি জমা সহায় সম্পদ ছিল। তিনি আজ থেকে একান্ন বছর আগে ১৯৭৩ সালে শেরপুর শহরের শান্তিনগর এলাকায় প্রায় এক একরেরও বেশি জমি ক্রয় করেছিলেন। তার মধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে আমাদের ভাইদের নামে পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করে দিয়েছিলেন। সেই জায়গায় আমরা পাঁচ ভাই বাসা বাড়ি তৈরি করে প্রায় পঞ্চাশ বছর যাবত বসবাস এবং দোকানঘর নির্মান করে ভাড়া প্রদান করে আসছি। ঢাকা রংপুর মহাসড়ক প্রশস্ত করার প্রয়োজনে মহাসড়কের দু’পাশের প্রয়োজনীয় জমি জেলা প্রশাসন অধিগ্রহণ করে। মহাসড়কের মধ্যে অনেকের সাথে আমাদের জায়গা জমিও অধিগ্রহন করা হয়। সেই জায়গার মূল্য বাবদ ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ কত টাকা পেয়েছি তার হিসাব বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এলও শাখায় গেলেই যে কেউ জানতে পারবেন। এছাড়াও আমার মায়ের জমি বিক্রি করে সেই টাকা দিয়ে অতিকষ্টে এই তিন তলা বাসা (পুরাতন বাসার সাথে এক্সটেনশন) নির্মাণ করে বসবাস করছি। যার কড়ায় গন্ডায় হিসাব আমার ইনকাম ট্যাক্স ফাইলে লিপিবদ্ধ রয়েছে। আমি ছোট বেলা থেকেই সততার সাথে সাদামাটা জীবন যাপন করছি। প্রায় ৩৫/৪০ বছর আগেও শেরপুরে আমার ঠিকাদারি ব্যবসা ছিল,রড সিমেন্টের দোকান ছিল। বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে গিয়ে রড সিমেন্টের ব্যবসা লাটে উঠেছে। তারপর গনমানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকতা কে পেশা হিসেবে বেছে নেই। তখন সমাজে সাংবাদিকতা পেশায় মর্যাদা ছিল। মানুষ সাংবাদিকদের দেখলে সমিহ করতো সন্মান করতো। আশির দশকে শেরপুরে আমরা হাতে গোনা ৪/৫ জন সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আমি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ ও দৈনিক উত্তরবার্তায় এবং জাতীয় দৈনিক ভোরের কাগজে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। এদিকে অধিকার বঞ্চিত মানুষের অধিক সেবা প্রদানের জন্য ২০০০ সালের ফেব্রæয়ারি মাসে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ডিক্লারেশন নিয়ে একই বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস থেকে প্রকাশনা কার্যক্রম শুরু করি। ২০০৩ সালে পত্রিকাটি সরকারি মিডিয়া লিষ্ট ভুক্ত হয়েছে এবং বগুড়া জেলার সরকারি মিডিয়া লিষ্ট ভুক্ত একমাত্র সাপ্তাহিক পত্রিকা হিসেবে পাঠকের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। দক্ষিণ বগুড়ার মানুষের অফুরন্ত ভালোবাসা ও সহযোগিতায় পত্রিকাটি দুই যুগ অতিক্রম করে স্বগৌরবে এগিয়ে চলেছে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে সব সময় সকলের মন খুশি করা যায় না। নির্যাতিত বা অধিকার বঞ্চিত মানুষ কিছুটা খুশি হলেও দুর্নীতি পরায়ণ লোকজন খুশি হতে পারে না। তারা মনে মনে ক্ষুব্ধ হয়। তারা ওত পেতে থাকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। দক্ষিণ বগুড়ার বহুল প্রচারিত বগুড়া জেলার সরকারি মিডিয়া লিষ্ট ভুক্ত একমাত্র পত্রিকা সাপ্তাহিক “আজকের শেরপুর” এরও একটি সোস্যাল কমিটমেন্ট (সামাজিক দায়বদ্ধতা) রয়েছে। সেই সোস্যাল কমিটমেন্ট থেকেই আমরা জনস্বার্থে সমাজের অধিকার বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এতে যত বাধাই আসুক না কেন আমরা সামনের দিকেই এগিয়ে যাবো ইনশাল্লাহ।
অনেকেই বলেন ক্ষমতায় থাকলে কেউ কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় একথা যেমন ঠিক; আবার এমন অনেকেই আছেন যারা নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে থাকেন। যেভাবে আমি নিজের খেয়ে জীবনভর বনের মোষ তাড়িয়েছি। আসলে আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চার মতো। ছাগলের দুধ খেতে না পেলেও পত্রিকার দায়িত্ব পালনের জন্য কোন কোন সময় অনেকের সাথেই চলাফেরা করতে হয়েছে। বিগত কয়েক যুগ ধরে ক্ষমতার আশেপাশে থেকে কেউ কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে থাকতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোন প্রকার সরকারি সুযোগ সুবিধা কখনও পাইনি বা গ্রহন করিনি এমনকি কয়েক বছর যাবত সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকায় সরকারি কোন বিজ্ঞাপন দেওয়া হয়নি। পুর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে গিয়ে গত দশ পনের বছরে পৈতৃক সুত্রে প্রাপ্ত অনেক সম্পত্তি বিক্রি করে সাংসারিক প্রয়োজন মেটাতে ও পত্রিকা চালাতে বাধ্য হয়েছি। সম্পত্তি বিক্রির হিসাব শেরপুর রেজিষ্ট্রি অফিসে গিয়ে যে কেউ খোঁজ খবর নিয়ে জানতে পারবেন। রাজনৈতিকভাব আমার কোন শত্রæ থাকতে পারে সে কথা আমি কখনও বিশ্বাস করি না। তবে একটা প্রবাদ আছে “আপনা মাংসে হরিণা বৈরী”। আমার জানামতে কোন মানুষের মান সম্মান বা যে কোন ধরনের ক্ষতি করেছি বলে আমার মনে পড়ে না। আমি সবসময় অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করেছি। তবে মানুষেরই তো ভূল হয়। মনের অজান্তে হয়তো আমারও অনেক ভূল হয়ে থাকতে পারে। যার খেসারত হিসেবে বিগত পঞ্চাশ বছরের অর্জন এক নিমিষেই প্রায় শেষ হয়ে গেছে। আমি মনে প্রাণে বিশ^াস করি এই ঘটনার মধ্যে দিয়ে মহান আল্লাহ তায়ালা হয়তো কোন কল্যাণ লুকিয়ে রেখেছেন। এই ধ্বংসযজ্ঞের পরও মহান আল্লাহ তায়ালার নিকট আমি কোটি কোটি বার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের পরিবারের সবাইকে হেফাজত করেছেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমীন।
Check Also
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …