সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নেতৃত্বে থাকছেন যথারীতি হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

সর্বশেষ এশিয়া কাপ স্কোয়াডের ১৪ জনই জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। শুধু উমা ছেত্রী জায়গা হারিয়েছেন। সুযোগ পেয়েছেন স্বস্তিকা ভাটিয়া। যদিও ফিট থাকা স্বাপেক্ষে খেলার সুযোগ পাবেন।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, স্বাস্তিকা ভাটিয়া, পুজা বস্ত্রাকার, অরুন্ধতি রেড্ডি, দায়ালান হেমলাথা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সঞ্জীবন।

এ ছাড়া রিজার্ভে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তারা হলেন তনুজ কানোয়ার, উমা ছেত্রী এবং সাইমা ঠাকুর।

Check Also

বার্সার নাটকীয় জয়ে মাদ্রিদের স্বপ্নভঙ্গ

  শেরপুর নিউজ ডেস্ক:   নাটকীয় উত্তেজনা আর একের পর এক পাল্টাপাল্টি আক্রমণের শেষে, জুলস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us