সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে : ভিপি নুর

সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে : ভিপি নুর

 

শেরপুর নিউজ ডেস্ক:

সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, পরিবহন ইউনিটের উদ্যোগে ‘সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয়’- শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেছেন, পরিবহন সেক্টরকে চাঁদাবাজমুক্ত করে কল্যাণমূলক খাতে পরিণত করতে হবে। ছাত্র-জনতা একটি কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছে। কোনো মাফিয়াতন্ত্র, চাঁদাবাজির জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। এ জন্য সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে। এ ছাড়া পরিবহন শ্রমিকদের কর্মজীবন শেষে পেনশন ভাতা ও স্বাস্থ্য ভাতা সরকারকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কোথাও কোনো চাঁদাবাজি-দখলদারিত্ব চলবে না। এসব হতে দেওয়া হবে না। পরিবহন খাতে যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালীতে যেসব চাঁদাবাজির দোকান ছিল- সেগুলো বন্ধ করতে হবে। যেখানেই চাঁদাবাজদের দেখবেন তাদের ধরে হাত ভেঙে দেবেন। আমরা সাংবাদিক, পরিবহন মালিকসহ সবার সঙ্গে বসব- কোথাও কোনো অনিয়ম হতে দেওয়া হবে না। গত কয়েক বছর সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছে, চাকরি হারিয়েছে- সেসব বিষয়েও ব্যবস্থা নিতে হবে। সংবাদপত্রের অফিস, টেলিভিশন দখল চলবে না। এসবের জন্য এই বিপ্লব হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা ছাত্র-জনতার ম্যান্ডেটে গঠিত সরকার। এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি নেই- তাই সরকারকে আরও বেশি কার্যকর করার জন্য গণঅধিকার পরিষদ, বিএনপি, জামায়াতসহ সক্রিয় রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ অনুযায়ী যোগ্য ও দক্ষ আরও ১০ জনকে যুক্ত করার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, এই ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোরও যথেষ্ট ভূমিকা ছিল। তাই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় এতে বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক ও পরিবহন মালিক নেতারা বক্তব্য দেন।

এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, স্বৈরাচার সরকার গণতন্ত্র ধ্বংস করে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানই শেষ করেনি, শ্রমিকদের ট্রেড ইউনিয়নগুলোও ধ্বংস করেছে।

Check Also

অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us