সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানী হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। রাহানুমা সারাহ (৩২) বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই ওই নারীকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাহানুমার বাড়ি কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Check Also

নববর্ষ উপলক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র শুভেচ্ছা

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us