সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় : মির্জা ফখরুল

দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় : মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তার মতে, এ কাজগুলো করা হচ্ছে আবার এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে, বিরাজনীতিকীকরণের চেষ্টা থেকে।

তিনি বলেন, ‘আমরা কিন্তু ভুলে যাইনি ওয়ান ইলেভেনে কারা কারা বিরাজনীতিকরণে ভূমিকা পালন করেছিল। কারা সিলেক্টেড গভর্মেন্টের কথা বলেছিল। বিএনপিকে পুরোপুরি নিশ্চিহ্ন ও বাতিল করার পাঁয়তারা কারা করেছিল। এ কথাগুলো আমরা ভুলতে পারি না। গণতন্ত্রের জন্য এটা আমাদের মনে রাখতেই হবে। যখন আমরা তাদের আবার সামনে দেখি, তখন সন্দেহ হয়। প্রশ্ন এসে যায়।’

বুধবার (২৮ আগস্ট) দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যদি দুয়েকজন করে থাকে, তবে সেটি বিএনপি নয়। সেটা তারা ব্যক্তিগতভাবে করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এক এগারোর মতো যেন বিরাজনীতিকরণ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে।’ ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

বস্তুনিষ্ঠতা ছাড়া ঢালাওভাবে কারও বিরুদ্ধে মামলা না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে যাচাই করে নিন। এমন কোনো মামলা দিবেন না, যে মামলায় দোষী সাব্যস্ত হবে না। সব মামলা কেন্দ্রীয় নেতাদের নামে না করে, যেখানে তার সম্পৃক্ততা রয়েছে তাদের নামে মামলা করতে হবে।’

গণবিপ্লবকে নস্যাৎ করতে বা ব্যর্থ করতে অনেক ধরনের চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এখনও অনেক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করে দেয়া। যেখানে বলা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে, যার এক পারসেন্টও সঠিক না।’

বিএনপির গত ১৫ বছর ধরে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেশি ত্যাগ করেছে এবং করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত হয়েছেন। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যারা অন্যায় নিপীড়নের শিকার হয়নি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে তারা সরকার চালাতে পারবে। তারা জনগণের চিন্তা-ভাবনা করে ভিন্ন মতে। আমি সেই রাজনৈতিক দলের নাম বলছি না। আমরা লড়াইটা করেছি গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করার জন্য। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলব। এটা তো আমাদের রাইট আছে। আমরা নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম লড়াই করে আসছি। যখন তত্ত্বাবধায় সরকার বাতিল হলো, তখন সেটি ফিরিয়ে আনার জন্য অনেকগুলো দল মিলেই আন্দোলন করেছি। এখন ওই বিষয়টিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক চিন্তা করব না।’ জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপণ বাতিলের বিষয়টি কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, যেকোনো দল যেকোনো ব্যক্তি তার স্বাধীন দল করার অধিকার আছে। এটিই গণতন্ত্রের মূল লক্ষ্য। কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তাদের সমর্থন করা যাবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো বিরাজনীতিকরণের লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো লক্ষণ দেখছি না। আমি সতর্ক করছি। কিছু ফেস দেখছি, যাদের আমরা কোনোদিন দেখিনি, হঠাৎ করেই তারা মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে। তাদের বক্তব্য, তাদের থিউরিগুলো আপনারা প্রচার করছেন। আমার কাছে মনে হয়, এটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার ভালো বিষয় নয়। আমি নাম বলতে চাই না, যাদের কোনোদিনই দেখলাম না, তারা হঠাৎ করেই ফ্রন্ট পেজে চলে আসছে। কিন্তু তাদের তো আমরা চিনি না, তাদের বক্তব্য কী, কী করতে চান? সেটাও বুঝি না। দেশের মানুষও বোঝে না।’

Check Also

অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =

Contact Us