সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় বন্যার্তদের আর্থিক সহায়তায় ওপেন কনসার্ট

বগুড়ায় বন্যার্তদের আর্থিক সহায়তায় ওপেন কনসার্ট

শেরপুর নিউজ : দেশের বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বগুড়া শহরে সাতমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্ত মঞ্চে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকেল ৫টায় বগুড়ার জনকল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কনসার্টে সংগীত পরিবেশন করেন জেলার শিল্পীবৃন্দ।

বগুড়ায় ওপেন কনসার্টে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশ নেন। কনসার্ট অংশ নেয়া শিল্পীরা হলেন শফিকুল শ্যামল, রেজাউল করিম রেজা, আবু সাকির বাপ্পী, মওলা বক্স, সুজন, রুপক, রবি, সুজয়, মেহেদী, তুষার, অভি, বাপ্পী, আশুতোষ, রুবেল, রিয়াদ সহ আরও অনেকে।

জনকল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহমুদুল, হাসান, ওহাব, ইমন, রিমন, আকিব, তাহমিদ, রাকিবুল, সিয়াম, চৈতি, শাহি, সাকিবের সাথে কথা হয়, তারা বলেন, আমাদের দেশের মানুষ আজ বিপদে, আর তাদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য, তাদের আমরাই রক্ষা করব। তাই গত ৫/৬ দিন ধরে ত্রাণ সংগ্রহ করছি। বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পাশে দাড়িয়েছে। যে যা পারছেন তা দিয়েই সহায়তা করছেন আমাদের। কেউ নগদ টাকা, কেউবা পানি, মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, শিশু খাদ্য, বিস্কুট, খেজুর, ঔষধ, পানি পিউরিফিকেশন ট্যাবলেট, ভাল জামা কাপড় সহ নানা কিছু দিয়ে যাচ্ছেন।

ওপেন কনসার্টে শিল্পীরা রাত ১০টা পর্যন্ত বন্যার্তদের সাহায্যার্থে গান পরিবেশন করেন। এসময় নানা শ্রেণির পেশার মানুষ বন্যার্তদের সহায়তায় নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র দিয়ে যান।

Check Also

বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =

Contact Us