Home / বিদেশের খবর / তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা রাশিয়ার

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা রাশিয়ার

শেরপুর নিউজ ডেস্ক:

পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছে মস্কো। রাশিয়া জানিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ (শুরু হলে) তা কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে চাইছে। বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা ‘সমস্যা চাইছে’। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলেছেন, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না।

সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন আবারও নিশ্চিত করছি, আগুন নিয়ে খেলা…তাদের (পশ্চিমাদের) ছোট বাচ্চাদের মতো খেলা- পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক চাচা-খালাদের পক্ষে খুব বিপজ্জনক!’ তিনি বলেন, ঈশ্বর না করুন, যদি এটি (পারমাণবিক যুদ্ধ) ঘটে, তবে তা একচেটিয়াভাবে ইউরোপকেই প্রভাবিত করবে।

Check Also

বন্ধ হচ্ছে জন্মসুত্রে মার্কিন নাগরিকত্ব

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় দেশটির লাখ লাখ অভিবাসী দম্পতিদের উদ্বেগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =

Contact Us