Home / পড়াশোনা / ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ

ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ

 

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শেরপুর শহরের মুন্সী শামস উদ্দিন আহম্মদ (লিটন)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেন। ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে তার এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

এর আগে মুন্সী শামস উদ্দিন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) হিসেবে কর্মরত ছিলেন।

চিঠিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক জানানো হচ্ছে, সাময়িকভাবে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
মুন্সী শামস উদ্দিন আহম্মদ (লিটন) বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়ার অধিবাসী সাবেক সমবায় কর্মকর্তা মরহুম মুনসী আব্দুল জব্বার এর বড় ছেলে এবং সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু’র বড় ভাগ্নে।

Check Also

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fifteen =

Contact Us