সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ভাসানী-বঙ্গবন্ধুর আ. লীগ আর হাসিনার আ. লীগ এক না: কাদের সি‌দ্দিকী

ভাসানী-বঙ্গবন্ধুর আ. লীগ আর হাসিনার আ. লীগ এক না: কাদের সি‌দ্দিকী

শেরপুর নিউজ ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী বীর উত্তম বলেছেন, ‘মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না।’

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের সি‌দ্দিকী বলেন, ‘সবাই যখন ইঁদুরের গর্তে ছিল তখন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমি সম্মান পাইনি। মানুষের কাছ থেকে পেয়েছি কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার ছিল, তাদের কাছ থেকে পাইনি বরং অনেক অসম্মানিত হয়েছি। টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা স্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্য শোক দিবস পালন করতে চেয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙ্গা হয়েছিল। আওয়ামী লীগের লোকেরাই ভেঙে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব।’

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখিনি। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আর বর্তমান আওয়ামী লীগ এক নয়। আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে। যার প্রতিক গামছা। দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহারা দেওয়া, মানুষের সেবা করা।’

 

এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধি স্থলে প্রবেশ করেন। পরে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আব্দুল ল‌তিফ সি‌দ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দে‌লোয়ার, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহ‌মেদ, আব্দুর রহমান, পার‌ভেজ, হা‌বিবুন নবী সো‌হেল, আরমান হো‌সেন তাপসসহ কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর, নারায়ণগঞ্জ, মির্জাপুর, সখিপুর, মধুপুর, বাশাইল ও ঢাকার নেতারা উপস্থিত ছিলেন।

Check Also

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিতে ব্যাপক পরিবর্তন আসেছে। গত ৫ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =

Contact Us