সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নিজের জন্মভূমিতেই ‘নির্বাসিত’ ছিলেন কঙ্গনা

নিজের জন্মভূমিতেই ‘নির্বাসিত’ ছিলেন কঙ্গনা

শেরপুর নিউজ ডেস্ক:
এখন তিনি ক্ষমতাসীন বিজেপির সাংসদ। নিজেকে ‘দেশ কি বেটি’ বলতে পছন্দ করেন। কিন্তু একটা সময় এমন ছিল যখন নিজের দেশেই নির্বাসিতর মতো অনুভূতি হত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। দেশের নাগরিক হয়েও নিজেকে ‘নির্বাসিত’ মনে করতে শুরু করেছিলেন। টানা আট বছর কর্মহীন অবস্থায় কেটেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেই বিরক্তি, ক্ষোভের কথা এতদিনে জানালেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘২০০৪ সালে আমি মুম্বাই আসি। তারপরে ২০০৫-২০০৬ সালে আমি ‘গ্যাংস্টার’, ‘উয়ো লমহে’র মতো ছবিতে অভিনয় করি। অভিনয়ের জন্য প্রশংসিত হই। কখনও মাদকাসক্ত মডেল, কখনও গ্যাংস্টার, কখনও মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছি। বহু প্রশংসা পাওয়ার পরেও হঠাৎ আমার কাছে কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘দু-এক বছরের লড়াইয়ের কথা বলছি না। কিন্তু বছরের পর বছর ধরে যখন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না, তখন এই লড়াই আরও কঠিন হয়ে ওঠে। আমাকে বারবার বলা হয়েছে, আমি ভাল অভিনয় করি। কিন্তু সেটাই আমার কাজ পাওয়ার বাধা হয়ে দাঁড়ায়।’

দিনের পর দিন কাজ না পেয়ে নিজের জন্মভূমিতে নিজেকে নির্বাসিত মনে হত কঙ্গনার। তার ভাষ্য, ‘মনে হতে থাকে, আমাকে হয়তো দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছে। এরপর আমি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস শহরে একটি বাড়ি কিনি। একজন এজেন্টকে আমার সঙ্গে কাজে যুক্ত করি। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও পরিচালনা করি। বলিউডে নিয়মই এমন, যারা ভাল কাজ করবেন, তাদের এই জগৎ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হবে।’

আগামী মাসে মুক্তি পাবে কঙ্গনার অভিনীত এবং পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই শিখ সমাজে আপত্তি ওঠে।

ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন, শ্রেয়স তলপড়ে, অনুপম খের, মিলিন্দ সোমনসহ আরও অনেকে।

Check Also

ডিভোর্সের এক বছর পরীমণির, শুকরিয়া আদায়

শেরপুর নিউজ ডেস্ক: চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছরপূর্তিতে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =

Contact Us