শেরপুর নিউজ ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। প্রতিযোগিতায় তার রেকর্ডের শেষ নেই! বিশ^জুড়ে এই টুর্নামেন্ট এমনিতেই অনন্য উচ্চতায়।
রোনালদোর কারণে প্রতিযোগিতা পেয়েছে বাড়তি রঙ। কিন্তু প্রিয় আঙিনায় এখন নেই পর্তুগিজ যুবরাজ। সৌদি আরব থেকে দূরে থেকেই চ্যাম্পিয়নস লিগ দেখছেন তিনি। কিন্তু তাকে ভুলে যায়নি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রশাসন। প্রথম ফুটবলার হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে তাকে। সম্মান জানানো হয়েছে ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। পরশু রাতে মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মোড়কের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ স্বীকৃতি পেয়ে পর্তুগিজ যুবরাজ বলেছেন, ‘আমার জন্য এখানে থাকতে পারা খুবই আনন্দের। এই পুরস্কারের জন্য ধন্যবাদ। এই পুরস্কার মাদেইরার আমার জাদুঘরে একটা বিশেষ জায়গায় থাকবে। এটা আমার কাছে খুবই অর্থবহ। চ্যাম্পিয়নস লিগই চূড়ান্ত। যখন কেউ এই সংগীত শুনবে, সে জ¦লে উঠবে, এটা খুবই বিশেষ একটি অনুভূতি। আমি এটা (চ্যাম্পিয়নস লিগ ট্রফি) অনেকবার জিতেছি এবং অনেক গোল করেছি। এখানে থাকতে পারাটা দারুণ।’ সম্প্রতি রোনালদো জানান, সৌদি আরবের আল নাসের তার ক্যারিয়ারের শেষ ক্লাব। কিন্তু মোনাকোর অনুষ্ঠানে এনে কিছুটা সুর পাল্টালেন ৩৯ বছর বয়সী তারকা। উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনকে উদ্দেশ করে রোনালদো বলেছেন, ‘ফুটবলে কখন কী হয় কে জানে! দেখা যাক, ভবিষ্যৎ কী বয়ে আনে। তবে ভুলে যাবেন না, আমি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ খেলি!