Home / বগুড়ার খবর / বগুড়া শজিমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক শূন্য

বগুড়া শজিমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক শূন্য

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হামলার ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত, সারা দেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি এবং এসব দাবি পূরণ না হওয়ায় সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা।

কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব লক্ষ্য করা গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও (শজিমেক) হাসপতালে। আজ রোববার (১ সেপ্টেম্বর) বেলা ২টার পর শজিমেকে কোন ইন্টার্ন চিকিৎসককে দেখা যায়নি। হাসপাতালের ১৮টি ওয়ার্ডে ওই সময়ের আগ পর্যন্ত দেড়শ’ ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করলেও পরে কোন ইন্টার্ন চিকিৎসক’কে হাসপাতালের কোন ওয়ার্ডে রোগীর সেবা দিতে লক্ষ্য করা যায়নি। তবে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে না থাকলেও অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারিরা তাদের স্বাভাবকি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। তবে কেন, কী কারণে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে অনুপস্থিত বা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সাথে একাতত্মা জানিয়ে কর্মবিরতি পালন করছেন কি না সেই ব্যাপারে তাদের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

Check Also

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + five =

Contact Us