সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ভুট্টার গোডাউনে ডাকাতির চেষ্টা: পিকআপ আটক

শেরপুরে ভুট্টার গোডাউনে ডাকাতির চেষ্টা: পিকআপ আটক

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার চৌবাড়িয়া সিএনবিপাড়া গ্রামে ভুট্টার গোডাউনে ডাকাতি করার সময় এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে স্থানীয়রা। ৩১ আগস্ট শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া সিএনবিপাড়া গ্রামে (শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের পাশে ) একই ইউনিয়নের বড়িতলী গ্রামের হাফিজার রহমানের ছেলে মামুন ভুট্টার ব্যবসা করে আসছিল। ৩১ আগস্ট শনিবার প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীক কাজ শেষ করে গোডাউনে তালা লাগিয়ে মামুন ও তার কর্মচারীরা রাতে বাড়ি চলে যায়। ওইদিন গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ওই গোডাউনের গেটে একটি ট্রাকে (ঢাকা মেট্টো ড ১২-৩১০২) ভুট্টা তুলতে থাকে। এ সময় এলাকাবাসী টের পেয়ে আশপাশের সবাইকে ডেকে একত্র করে ডাকাতদের ধাওযা করে। ধাওয়া খেয়ে সংঘবদ্ধ ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ট্রাকটি রেখে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ১ সেপ্টেম্বর রোববার দুপুরে ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. রেজাউল করিম বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ডাকাতদের ধরতে সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।

Check Also

শেরপুরে উপজেলা জামায়াতের আমির দবিবুর ও সেক্রেটারি নাসিম নির্বাচিত

শেরপুর নিউজ ডেস্ক: আগামি ২০২৫-২৬ সেশনের জন্য বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =

Contact Us