Home / রাজনীতি / ইসির নিবন্ধন পেল ভিপি নুরের গণঅধিকার পরিষদ

ইসির নিবন্ধন পেল ভিপি নুরের গণঅধিকার পরিষদ

শেরপুর নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। প্রতীক হিসেবে দলটি পেয়েছে ট্রাক প্রতীক।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

সেখানে জানানো হয়, ওই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-০৫১।

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাতদিনের আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ। এসময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নুর। গত বুধবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এ দাবি জানান।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ২০২১ সালের অক্টোবরে তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে ড. রেজা কিবরিয়া ওই দলে যোগ দিলেও একপর্যায়ে দলটির ভাঙনের খবর প্রকাশ্যে আসে।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =

Contact Us