Home / বগুড়ার খবর / বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:

আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি,সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবিতে ৩ সেপ্টেম্বর ২০২৪ জাতীয় আদিবাসী পরিষদের ৩১ বছর পূর্তিতে বগুড়া জেলা কমিটির উদ্যোগে বেলা ১১ টায় বগুড়া সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং(বাবু)এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি যুগেশ চন্দ্র সিং, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড.সাইফুল ইসলাম পল্টু,সদস্য সচিব অ্যাড.দিলরুবা নূরী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহন চন্দ্র কৃষ্ণ, কোষাধ্যক্ষ সন্তেষ সিং,সদস্য কমল সিং, নারী বিষয়ক সম্পাদক গীতা রানী সিং।

আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিঠুন বাগদী, শেরপুর উপজেলা শাখা উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,আহ্বায়ক স্বপন কুমার সিং, আদিবাসী নেত্রী চন্দনা রানী,গাবতলী উপজেলা শাখার সভাপতি প্রভাত চন্দ্র মালো, সাধারণ সম্পাদক শয়ন বর্মণ,সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রনজিৎ মালো,সাধারণ সম্পাদক অজিত মালো,ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ বাগদি,শাজাহানপুর উপজেলা শাখার আদিবাসী নেতা প্রভাত সরকার সমাবেশ সঞ্চলনা করেন শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব শ্রী হিরালাল সিং।

এছাড়া সমাবেশে আরোও উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার সিং,সহ সাধারণ সম্পাদক শান্ত কুমার সিং,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ কুমার সিং সহ উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তরা বলেন,জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আদিবাসীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে। দিনাজপরে সিধু-কানু’র ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা জানান সেই সাথে অনতিবিলম্বে ভাস্কর্য নির্মাণ করার দাবি জানান।এছাড়া সাম্প্রতিক সারা দেশে আদিবাসীদের ঘরবাড়ি লুটপাট-অগ্নিসংযোগ ও জমি দখল,উচ্ছেদ নির্যাতন ধর্ষণ ও হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবি জানাই। একইসঙ্গে আদিবাসীদের সুরক্ষা দিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Check Also

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

Contact Us