শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শেরপুরে সুলতান মাহমুদ (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২ সেপ্টেম্বর রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান মাহমুদ গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত আবেদ আলী প্রাং এর ছেলে।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম (৩৫) বলেন, আমার ভাই সুলতান মাহমুদ প্রতি দিনের ন্যায় গত ২ সেপ্টেম্বর রাত্রি অনুমান ১০ (দশ) ঘটিকায় রাতের খাবার খেয়ে আমাদের বসত বাড়ীর উত্তর দুয়ারী টিনশেড ঘরে তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে শুয়ে পরে। ৩ সেপ্টেম্বর সকাল অনুমান ৭ (সাত) ঘটিকার সময় আমার আরেক ছোট ভাই সাজিদ ঘুম থেকে উঠে সুলতান মাহমুদ এর শয়ন ঘরের দরজায় ডাকাডাকি করতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাইলে পরিবারের অন্যান্য লোকজন শয়ন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পাই সুলতান মাহমুদ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। এ সময় লোকজনের সহায়তায় আমরা সুলতান মাহমুদকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।