সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইউক্রেনে বছরের সবচেয়ে বড় হামলা রাশিয়ার

ইউক্রেনে বছরের সবচেয়ে বড় হামলা রাশিয়ার

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেনের অভ্যন্তরে চলতি বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। কেন্দ্রীয় শহর পোলতাভাতে একট সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জন। এতে আহত হয়েছেন আরও ২৭১ জন।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই হামলা চালায় রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, মাটিতে ধুলো ও ধ্বংসাবশেষে ঢাকা যুবকদের মৃতদেহ, তাদের পেছনে একটি বড় বিল্ডিং ধসে পড়েছে।

এদিকে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই হামলার জন্য রাশিয়াকে অবশ্যই দায়ী হবে।’

তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে মানুষজন চাপা পড়েছে বলে জানা গেছে। জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাও এক্স-এ লিখেছেন, ‘এটি সমগ্র ইউক্রেনের জন্য একটি অত্যাশ্চর্য ট্র্যাজেডি’।

রাশিয়া আড়াই বছর ধরে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। আর চলতি বছরে এই হামলাকে সবচেয়ে বড় হিসেবে ভাবা হচ্ছে। তবে রাশিয়া তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত কয়েক সপ্তাহ থেকে দুই পক্ষই হামলা জোরদার করেছে। এতে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Check Also

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে!

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 11 =

Contact Us