সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / জামিনে মুক্ত ‘সুইডেন আসলাম’

জামিনে মুক্ত ‘সুইডেন আসলাম’

 

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম (৬২) জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত নয়টায় তিনি মুক্তি পান। পরে কারা ফটক থেকে স্বজনেরা তাকে নিয়ে যায়।

তার মুক্তির বিষয়টি বুধবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে ১২টি মামলা আছে। তার হাজতি নম্বর-৬৬৩/২০। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

সর্বশেষ ঢাকার তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা হয়। বিশেষ দায়রা মামলা নম্বর-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নম্বর-১৬৮০/২০ হিসেবে মামলাটি রেকর্ড হয়। এ মামলায় জামিন লাভের পর তিনি মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসলাম ওরফে শেখ আসলাম ওরফে সুইডেন আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাই বাছাই করে রাত ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Check Also

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক : অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Contact Us