সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পলাতক তিন ফাঁসির আসামি গ্রেপ্তার

পলাতক তিন ফাঁসির আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মোসাদ্দেক সাদেক আলী (৩২), মো. জাকারিয়া (৩২) এবং মো. জুলহাস দেওয়ান (৪৫)।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা বিদ্রোহ করেন। এ সময় বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে দুপুর ১টা থেকে ২টার মধ্যে ২০৩ জন বন্দি পালিয়ে যান এবং গুলিতে ছয়জন বন্দি নিহত হন।

গ্রেপ্তারকৃত আসামি মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us