সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / খুনি ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা: নীলা চৌধুরী

খুনি ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা: নীলা চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক : নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন অভিনেতা সালমান শাহকে ভারতীয় খুনি ভাড়া করে এনে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে ‘হত্যা’র বিচার চেয়েছেন তিনি। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতীয় কাউকে ভাড়া করে সালমান শাহকে হত্যা করিয়েছে।

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছেন এ নায়ক।

এ বিষয়ে নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেনি। এ হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম। এখন আমরা মুক্ত। আমরা বলতে চাই, আমি কথা বলব।’

সালমান শাহর স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী অভিযোগ করে বলেন, ‘সামিরা তিনটি বিয়ে করল। সে কেমন তা প্রমাণ হয়ে গেছে। একটি ঘরে থাকতে পারেনি সে। তার বাবাও অনেক কিছু করেছে। ইদানীং তাদের দেখা যাচ্ছে না। তার মা সালমান শাহ হত্যা মামলার আসামি। অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না। তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়। এরপর আইন যা বলবে তা-ই হবে। কিন্তু তা হয়নি।’

পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সুকুমার রঞ্জন নামে একজন সংসদ সদস্য ছিলেন, তিনি ভারতীয় ‘র’-এর এজেন্ট। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ক্ষণজন্মা এ তারকা অল্প দিনের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণি-পেশার দর্শক হৃদয়ে। স্বল্প সময়ের ক্যারিয়ারে সফলতা পেয়েছিলেন যেমন, একইসঙ্গে আবার অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছিলেন এ মহানায়ক।

Check Also

পুষ্পার স্মৃতি শেয়ার করলেন রাশমিকা

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুস্পা’তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =

Contact Us