সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’

‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’

 

শেরপুর নিউজ ডেস্ক:

সম্ভাব্য প্রায় সবকিছুই পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার ক্যারিয়ারে বড় অপূর্ণতার নাম বিশ্বকাপ। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে খেলেছেন সিআর সেভেন। তবে দলকে সেমিফাইনালের চেয়ে বেশি দূর কখনো নেওয়া হয়নি তার। এ নিয়ে তার কাছে নানান সময়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উয়েফা নেশন্স লিগের ম্যাচের পর ফের উঠল সেই প্রসঙ্গ । এ নিয়ে পর্তুগিজ এই মহাতারকার দাবি, ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’।

পর্তুগালের ২০১৬ ইউরোজয়ী দলের সদস্য ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলা হয়নি। ডাগআউটে সেদিন অনেকটা প্রধান কোচ ফার্নান্দো সান্তোসের সহকারীর ভূমিকায় ছিলেন তিনি। তবে অধিনায়ক হিসেবেই ট্রফি নেন রোনালদো। এরপর শিরোপা জেতান উয়েফা নেশনস লিগেও। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি জাতীয় দল কিংবা ক্লাব, কোথাও অপূর্ণতা রাখেননি। কাতারে বিশ্বকাপের শিরোপাও উঁচিয়ে ধরেছেন।

নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার দিনে ম্যাচের ৩৪তম মিনিটে গোল করেন সি’আরসেভেন। তার ক্যারিয়ারের ৯০০তম গোল এটি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এ সময়ে তার কাছে আগামী বিশ্বকাপে খেলার বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘পর্তুগালের একটা ইউরো (চ্যাম্পিয়নশিপ) জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম। তাই আমি এটা (বিশ্বকাপ) নিয়ে অনুপ্রাণিত নই।’

৯০০তম গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে তার ভাষ্য, ‘এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল উপভোগ করি। এটাই আমাকে অনুপ্রেরণা জোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়েই হয়। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =

Contact Us